Friday, March 29, 2013

এবার শায়না আমিন এর স্ক্যান্ডাল


এবার শায়না আমিন এর স্ক্যান্ডাল 

প্রভা,নোভা, চৈতি, তিন্নি এবং শখের পর স্ক্যান্ডালের আচড় লাগলো এবার শায়না আমিনের গায়ে। মডেলিং যখন করতেন তিনি তখন তাকে নিয়ে তেমন কোন আলোচনা না হলেও রুবাইয়াৎ হোসেন পরিচালিত ‘মেহেরজান’ ছবিতে মেহেরজানের ছোটবেলার তরণী বয়সের চরিত্রে অভিনয় করে ব্যাপক আলোচনায় চলে আসেন। তিনি শায়না আমিন।

Saturday, March 16, 2013

হাই বুলেট

৩-৪ দিন আগের কথা আমার ধন দেইখা পুরা বুলেট লাগলো। খেইছা মাত্র উঠছি । পরিস্কার হতে বাথরুম এ যাচ্ছিলাম । ধন দিখি পুরা খাড়া হইয়া আছে । কিন্ত হাঁফ সাইজ । দেইখা কইলাম "হাই বুলেট"